নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ক্রীড়া সংগঠকরা আবারও বিসিবির পরিচালক কাজী এনাম আহমেদের অপসাণের দাবি তোলে। সেই সাথে যশোর জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর, সদস্য বুরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন রাজুকে সংস্থার সকল কার্যক্রমে দূরে রাখার দাবি করেন।
তবে জেলা প্রশাসক অতীত ভুলে সবাইকে সামনে এগোনের জন্য বলেন। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের অফিসিয়াল কার্যক্রমের মধ্য সীমাবদ্ধ রেখে বিভিন্ন খেলা পরিচালনার জন্য উপ-কমিটি গঠন করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে মতবিনিময় শেষে যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক তার ক্ষমতা বলে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে যুক্ত করেছেন। আমরা মনে করি এটা সম্পূর্ণ অনৈতিক কাজ। ওরা পেছনের দরজা দিয়ে এসেছেন। আমরা ওই তিনজনের ক্রীড়া কর্মকা- দেখতে চাইনা। আগামীতে বিভিন্ন খেলা পরিচালনার জন্য জেলা প্রশাসক সাব কমিটির তালিকা চেয়েছেন। আমরা খুব শীঘ্রই তা জেলা প্রশাসকের কাছে জমা দেব।
মতবিনিময় সভায় জেলা দলের সাবেক ক্রিকেট অধিনায়ক মাহাতাব নাসির পলাশ, মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএম আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো, নির্বাহি সদস্য সোহেল আল মামুন নিশাদ, রায়হান সিদ্দিকী প্রবাল, নজরুল ইসলাম, এজাজ উদ্দিন টিপু, আইয়াজ উদ্দিন রিপনসহ ক্রীড়া সংগঠকরা ছাড়াও সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।