নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশসুপার ফিরোজ কবির, দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা,
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, সহকারি পরিচালক সাইফুল ইসলাম, পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট ইদ্রিস আলী, ইউনিসেফ কর্মকর্তা মোমিনুর নেছা শিখা, জেলা শিশু কর্মকতা সাধন কুমার দাস, রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক ও জেলা মহিলা লীগের সভাপতি লাইজু জামান।
মিটিং থেকে জেলার শিশুদের উন্নয়নের জন্য নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। শিশুদের নিয়মিত খেলাধূলা, শরীর চর্চা, ধর্ম শিক্ষা, সাংস্কৃতিক চর্চায় আত্মনিবেশের জন্য কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়।