নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা শ্রমিক লীগের পাল্টা ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন সাইফুর রহমান। শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সাইফুর রহমান সভাপতিত্ব করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু সভা পরিচালনা করেন।
সদ্য প্রয়াত সভাপতি আজিজুর রহমানের মৃত্যুতে সভায় শোক প্রস্তাব গৃহীত ও তার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কমিটির সহ-সভাপতি-১ ও সহ-সভাপতি-২ অনুপস্থিত থাকায় গঠনতন্ত্রের ১৫ (গ) ধারা মোতাবেক সহ-সভাপতি-৩, সাইফুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন। সভায় বক্তব্য রাখেন-সহসভাপতি মহাসিন কবির, আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আরিফুল ইসলাম, শাহানুর হোসেন, সহ-সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ কুটি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিটন, শেখ নিজাম উদ্দিন, শাহাবুদ্দিন মিঠু, প্রচার সম্পাদক চান মিয়া, রিয়াজুল ইসলাম ও খায়রুজ্জামান আলম। সভায় দুই তৃতীয়াংশ সদস্যের সর্বসম্মতিতে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়। প্রসঙ্গত, ২৫ এপ্রিল আজিজুর রহমানের মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়।
এরপর ভারপ্রাপ্ত সভাপতি এনিয়ে শ্রমিকলীগ দ্বিধাবিভক্ত হয়। এক পক্ষের নেতৃবৃন্দ জবেদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। আর অপর পক্ষ পাল্টা ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করলেন সাইফুর রহমানকে।