নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে শেখ দিনু আহমেদ সভাপতি ও দেওয়ান মোর্শেদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবজেক্ট কমিটির প্রধান আনোয়ারুল কবির নান্টু দুই বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির বাকী সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তহীদ মনি, সহ-সভাপতি সোহরাব হোসেন ও খান কেএম শরাফত উদ্দীন (বাঘারপাড়া), সিনিয়র যুগ্ম সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম (ঝিকরগাছা), সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, কোষাধ্যক্ষ আল মামুন শাওন, দপ্তর সম্পাদক নিজাম উদ্দীন ভুঁইয়া শিমুল, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনি (শার্শা), কাজী হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, হুরে জাহান উর্মি ও কামরুল ইসলাম (অভয়নগর)।
এর আগে সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শেখ দিনু আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু।
আরও বক্তব্য রাখেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও একেএম গোলাম সরওয়ার, সিনিয়র সহ-সভাপতি তহীদ মনি, সহ-সভাপতি ফরিদুজ্জামান, যুগ্ম সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জল, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি, সিনিয়র সদস্য সোহরাব হোসেন, বীরমুুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, আব্দুর রহমান, আতাউর রহমান জসি, অহেদুজ্জামান মুক্ত, তরিকুল ইসলাম মিঠু, কামরুল ইসলাম, এমএন শাহীনুল হক প্রমুখ।