নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ দেড় দশক পর আগামী ১২ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিসহ ২১টি জেলা ও ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। এতে ১২ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, গত বছরের ৬ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করলেও অজ্ঞাত কারণে সম্মেলন স্থগিত হয়ে যায়। এদিকে, মেয়াদোত্তীর্ণের দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষণা হওয়াতে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আসাদুজ্জামান মিঠুকে সভাপতি ও নূরে আলম মিলনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণের পর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে গত বছরের ২৮ জুন ভেঙে দেয়া হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে একই বছরের ৬ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। ওই সম্মেলন সফল করতে ভেঙে দেয়া কমিটির সভাপতি আসাদুজ্জামান মিঠুকে আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবীরকে যুগ্ম আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করলেও অজ্ঞাত কারণে সম্মেলন স্থগিত হয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেন সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে, মেয়াদোত্তীর্ণের দীর্ঘদিন পর সম্মেলনের তারিখ ঘোষণা হওয়াতে সাবেক ছাত্রলীগ নেতাদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম নিয়ামত উল্লাহ বলেন, মেয়াদোত্তীর্ণের দীর্ঘদিন পর কমিটি নতুন করে সম্মেলন হওয়ার তারিখ ঘোষণাতে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বান সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে নতুন নেতৃত্ব গঠনের। আগামীতে যুবলীগ-ছাত্রলীগের ন্যায় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ হবে শক্তিশালী; যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির বিভিন্ন কর্মকা- বাস্তবায়ন করতে ভূমিকা রাখবে।
