নিজস্ব প্রতিবেদক
যশোর টায়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতিসহ ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন ৫টি পদে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে কাওছার আহমদ, সহসভাপতির দুটি পদে রণজিৎ কুমার পাল ও শ্রী পূর্ণ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষে আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মো. জুয়েল। এখন ৮টি পদে মোট ১৫ জন ভোটযুদ্ধে লড়বেন।
এরমধ্যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহবুব আলম মিন্টু (গরুর গাড়ি), আশরাফুল ইসলাম (ছাতা), সহসাধারণ সম্পাদকের একটি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন ফরহাদ হোসেন (মযুর), তৌহিদ চৌধুরী (রিক্সা) ও মিরাজ শেখ (সিংহ)। দপ্তর সম্পাদকের একটি পদে ভোট যুদ্ধে নেমেছেন মো. সেলিম (ট্রাক) ও উত্তম কুমার (কাঁঠাল), প্রচার সম্পাদক পদে আল আমিন মাঝি (মাইক) ও আবদুর রহমান শিপন (গোলাপ ফুল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের একটি পদে আসলাম (মই) ও ওমর ফারুক দিনার (ফুটবল) এবং কার্যকরী সদস্যর তিনটি পদে ভোটযুদ্ধে নেমেছেন ৫ জন। এরা হলেন পবন ঘোষ (হরিণ), শাহ আলম (মাছ), আসাদুজ্জামান আসাদ (টেলিফোন), রাবুল হোসেন (হাতি) ও সাগর কুমার দাস (মোটরসাইকেল)।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. গোলাম ফারুক লিটন জানান, মোট ৩১২ জন ভোটার ৮টি পদে ভোট প্রদান করবেন। কেননা ইতিমধ্যে প্রার্থী না থাকায় ৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।