নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রতারণা করে প্রায় আট কোটি টাকার আত্মসাতের ঘটনায় আপন তিন সহোদরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত এলা বক্স সরদারের ছেলে সহিদুল আলম বাদী হয়ে যশোর ট্রেডিংয়ের মালিকসহ ওই তিনজনের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। আসামিরা হলেন, বাদীর ভাই খায়রুল আলম, রবিউল আলম ও শরিফুল আলম।
বাদী মামলায় বলেছেন, তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামে। বাদী নিজেও ব্যবসায়ী হওয়ায় প্রায়ই সময় দেশে এবং বিদেশে থাকতে হয়। সে কারণে সময়মত বাদীর ১০ বিঘা জমি দেখাশুনা করতে পারেন না। ওই জমিগুলো লিজ দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেন।
আসামিরা বাদীর আপন ভাই হওয়ায় তারা জমিগুলো লিজ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বছরে প্রতি বিঘা ৩০ হাজার টাকা লিজ ধার্য্য করে ১০ বিঘায় তিন লাখ টাকা নির্ধারণ করা হয়। আসামিরা আপন ভাই হওয়ায় জমি লিজের ব্যাপারে কোন চুক্তিপত্র তৈরি করেননি। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৪ বছরে ৭২ লাখ টাকা লিজের বাকি পড়ে থাকে। তাদের কাছে লিজের পাওনা টাকা চাওয়া হলে আজনা কাল বলে ঘুরাতে থাকে। এছাড়া ওই জমিগুলোর মাটি কেটে ১৮ থেকে ২০ ফুট গর্ত করে মাছের ঘের তৈরি করা হয়েছে। সেখানেও সাত কোটি টাকার ক্ষতি করা হয়েছে। জমিতে গর্ত খুঁড়ে মাছের ঘের করা এবং লিজের টাকা নিয়ে টালবাহানা করায় সম্প্রতি তাদের কাছে বারবার গিয়েও কোন কাজ হচ্ছেনা। ২০২৪ সালের ১৮ নভেম্বর ক্ষতি পূরণসহ লিজের পাওনা টাকার জন্য আসামিদের প্রতি আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করা হলেও তার কোন জবাব প্রদান করেনি। ১০ ডিসেম্বর বেলা ১১টার দিকে বাদী তার গ্রামের বাড়ি পদ্মবিলায় যান। এসময় আসামিদের কাছে ক্ষতি পূরণসহ পাওনা টাকা দাবি করা হলে তারা অস্বীকার করে। এই ঘটনায় আদালতে মামলা করা হয়। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন।