নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)’র নির্বাচন আগামী ২৫ মে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ৪০ জন। এছাড়া তালিকায় জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থা থেকে একজন করে পর্যবেক্ষকের নাম রয়েছে।
খসড়া ভোটার তালিকায় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত খেলোয়াড় তালিকায় রয়েছে খন্দকার রকিবুল ইসলাম। এছাড়া যশোর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শাহীনের নাম রয়েছে। পৌরসভার ক্যাটাগরিতে পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির প্রতিনিধি হিসেবে নাম রয়েছে বর্তমান সভাপতি আসাদুজামান মিঠু ও কাজী তৌফিকুল ইসলাম শাপলা। যশোর জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সায়েদা বানু শিল্পী নাম রয়েছে। যশোর জেলা ফুটবল কোচেস এসোসিয়েশন থেকে আলমগীর সিদ্দিকী, জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন থেকে সোহেল আল মামুন নিশাদের নাম রয়েছে। এছাড়া তালিকায় ১৫টি ক্লাব প্রতিনিধি, ৮টি উপজেলা ক্রীড়া সংস্থা ও ৮টি উপজেলা ফুটবল এসোসিয়েশন প্রতিনিধির নাম রয়েছে।
আজ ১০ মে বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি, নিষ্পত্তি ১১ মে ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ মে বিকেল ৪ টায়। মনোনয়নপত্র বিক্রি ১৩ মে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, দাখিল ১৪ মে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, বাছাই ও খসড়া প্রার্থীতা তালিকা প্রকাশ ১৫ মে, আপত্তি ১৬ মে এবং প্রত্যাহার ১৭ মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ মে সন্ধ্যা সাড়ে ৬টায়। মোট ১৩ টি পদে চার বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সকল কার্যক্রম হবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) অস্থায়ী কার্যালয়ে।