নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে যশোর জেলা তথ্য অফিস মঙ্গলবার বিকাল ৩ টায় শিশু একাডেমির জেলা কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ৫০ জন শিশু অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়। জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করার পরই আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করেছি। বিশেষ অতিথি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে এমনই এক সম্মোহনী অবিসংবাদিত নেতা ছিলেন যে তার দৈহিক অবর্তমানে বাঙলি তার নামে যুদ্ধ করে প্রাণ দিয়ে দেশ স্বাধীন করেছেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি দেশ স্বাধীন হওয়ার পর প্রথম সভাতেই ইন্দিরা গান্ধীকে বলতে পেরেছিলেন যে, কবে তার দেশ থেকে সৈন্য প্রত্যাহার করা হবে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।