নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার বিকাল চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন, চৌগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজু মান আরা মাহমুদা, এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু, জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এবিএম মহিদ হোসেন, প্রোগ্রাম অফিসার রিফাত আরা রাখি, আশরাফ ফাউন্ডেশন চৌগাছার নির্বাহী পরিচালক রাসেল আশরাফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারের বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্প, মাদকের কুফল, গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বক্তব্য প্রদান করেন। সমাবেশে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।