নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার ছোট বালিয়া ডাঙ্গা গ্রামের ছুমাইয়া (১৬) নামে এক প্রতিবন্ধী বালিকা হারিয়ে গেছে। গত ৩১ জানুয়ারি বাড়ি থেকে বের হবার পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। সে ওই গ্রামের আবদূল মান্নানের মেয়ে।
নিখোঁজ মেয়েটির পিতা জানান, হামিদপুর থেকে ছুমাইয়া নড়াইলের একটি বাসে উঠে চলে গেছ বলে জানতে পেরেছি। মেয়েটি মানষিক প্রতিবন্ধী। তবে সে কথা ও নাম বলতে পারে। মেয়েটির সন্ধান পাওয়া গেলে
এই নাম্বারে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর হলো-০১৩২২৪৮২৬২৮