নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের অংশ নিচ্ছে চৌগাছা উপজেলার চৌগাছা ক্রীড়া সংস্থা ও চৌগাছা ক্রিকেট ক্লাব। শুক্রবার পৃথক দুই ম্যাচে দল দুটি মাঠে নামে। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে জয় পেয়েছে দুটি ক্লাবই। দিনের প্রথম ম্যাচে চৌগাছা ক্রীড়া সংস্থা ৪ উইকেটে ছাত্র সংঘকে এবং দ্বিতীয় ম্যাচে চৌগাছা ক্রিকেট একাডেমি ১০৪ রানে যশোর বয়েজকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ছাত্র সংঘের করা ১৭৯ রান চৌগাছা ক্রীড়া সংস্থা টপকে যায় ২২ ওভার ২ বলে ছয় উইকেট হারিয়ে। ব্যাট হাতে ছাত্র সংঘের আলী আরমান অভির ৩৮ বলে সমান ৩টি করে চার ও ছয়ে ৪৯, তানভীর আলিফ ৪৮, সাবিদ চৌধুরী পল্লব ৩০ ও আলিফ মীর ২৫ রান করেন। চৌগাছা ক্রীড়া সংস্থার সাকিব ২টি, রাসেল, আল আমিন, নাঈম ও শান্ত একটি করে উইকেট দখল করেন।
ব্যাট হাতে চৌগাছা ক্রীড়া সংস্থার রাসেল ৩৮ বলে ৩টি চার ও ৪টি ছয়ে অপরাজিত ৫০, রাহুল ২৭ ও সাবিক ২৪ রান করেন। আলী আরমান অভি ৫০ রানে ৩টি, মেহেদি, মোস্তাফিজুর হাসান ও আসিফ মীর একটি উইকেট দখল করেন।
দিনের অপর ম্যাচে চৌগাছা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৬ ছয় উইকেট ২৬৫ রানের পাহাড় গড়ে তোলে। দলের হয়ে সোহেল সিনিয়র ৩৯ বলে ৩টি চার ও ৬টি ছয়ে ৬০, লিমন ২৪ বলে ৪৯, পার্বন ৪৫, মেহেদি ২৮ ও সোহেল জুনিয়র ২৫ রান করেন। যশোর বয়েজের শফিকুল ও সানি বর্মন দুটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৬১ রান করতে পারে যশোর বয়েজ। ব্যাট হাতে আকরাম ২৫, শোভন শাহ ২৬ ও রাফিত ইমান ৩১ রান করেন। চৌগাছা ক্রিকেট একাডেমির লিমন ৩টি, কাজল ও টুটুল ২টি, সিন, আরমান ও পার্বন ১টি করে উইকেট দখল করেন।