নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে চৌগাছা ক্রিকেট ক্লাব। ফলে বৃহস্পতিবার শিরোপা নির্ধারনী ম্যাচে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের মুখোমুখি হবে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ খেলা চৌগাছা ক্রিকেট ক্লাব।
দ্বিতীয় সেমিফাইনালে ৮ উইকেটে মুরাদ স্মৃতি সংঘকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে চৌগাছা ক্রিকেট ক্লাব। ফাইনাল নিশ্চিত করার সাথে দলটি আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে চৌগাছার দলটি।
ফাইনালে উঠার লড়াইয়ে মঙ্গলবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুরাদ স্মৃতি সংঘ। ব্যাট করতে দারুণ শুরু করে দুই ওপেনার আশিকুজ্জামান ও নাইমুর রহমান। দুজনে ৬ ওভার ৫ বলে ৪৯ রান যোগ করে। তবে এরপর রানের গতি আর ধরে রাখতে পারেনি তারা। মাঝে মাহমুদ পারভেজ স্বাধীন ও আফিস মাহমুদ ঝড় তোলার চেষ্টা করেন। তাতে নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে মুরাদ স্মৃতি সংঘ। স্বাধীন ৩৭ বলে ৭টি চার ও ৪টি ছয়ে সর্বোচ্চ ৬২, আশিকুজ্জামান ৩০ বলে ৩০ ও আসিফ মাহমুদ ২৯ রান করেন। চৌগাছা ক্রিকেট ক্লাবের লিমন ২৩ রানে ৩টি, সিন, পার্বন ও টুটুল একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুরু করে চৌগাছা ক্রিকেট ক্লাব। প্রথম ৫ ওভারে ১৪ রান করে। ১০ ওভার শেষে তাদের রান ছিল ৫১। মুরাদ স্মৃতির অধিনায়ক আব্দুল্লাহ সরদারের করা এগারতম ওভারে ২২ রান নিয়ে ঝড় তোলা শুরু করে তারা। তাতে ১৯ ওভার ৮ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চৌগাছা ক্রিকেট ক্লাব। ব্যাট হাতে দলের পক্ষে ওপেনার লিমন ৫১ বলে সমান ৪টি করে চার ও ছয়ে ৫৭, সিন ৪৪ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪৭ ও সোহাগ ১৮ বলে ৫টি ছয় ও ৩টি চারে ৪৬ রান করেন। মুরাদ সংঘের আবু হুরাইরা উইকেট দুটি দখল করেন।