নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের রেলিগেশনের দুই ম্যাচে জয় পেয়েছে অমৃতবাজার ইয়াং স্টার ক্লাব ও যশোর বয়েজ ক্লাব। বুধবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অমৃতবাজার পাঁচ উইকেটে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাবকে ও দ্বিতীয় ম্যাচে যশোর বয়েজ তিন উইকেটে ইয়াং আরএন রোডকে পরাজিত করে। এ জয়ের ফলে ক্লাব দু’টি লিগে টিকে রইলো দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে। তবে পরাজিত দু’টি দলকে আগামী মৌসুমে খেলতে হবে দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগে।
দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের আর্ডেন্সী সাত উইকেট হারিয়ে ১৮২ রান করে। পরে জবাব দিতে নেমে অপরাজেয় আজাদ হিমেলের সেঞ্চুরিতে ২২ ওভার তিন বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে অমৃতবাজার ইয়াং স্টার ক্লাব।
ব্যাট হাতে আর্ডেন্সীর আলভী ৪৪ বলে একটি চারে ২২, রায়হান ২১ বলে দুই চারে ১৮, জাহিদ সাত বলে দুই চারে ১১, তাহসিন ২২ বলে সমান দুই চার ও ছয়ে ২৫, শিমুল ৩২ বলে সাতটি চার ও একটি ছয়ে অপরাজিত ৪৩ ও রিফাত ১২ বলে একটি চার ও ছয়ে অপরাজিত ১৪ রান করেন। অমৃতবাজারের ফরহাদ হোসেন, হুরাইরা, সাজিদ ও অয়ন নিয়েছেন একটি করে উইকেট।
অমৃতবাজারের ব্যাটিং ইনিংসে আব্দুল্লাহ হিল গালিব ১৮ বলে দু’টি চারে ১৪, অপরাজেয় আজাদ গালিব ৫১ বলে ১০টি চার ও নয়টি ছয়ে ১০৬, হুরাইরা ২৭ বলে একটি চারে ১৩ ও সিজান ১০ বলে একটি চারে ১১ রান করেন।
আর্ডেন্সীর রায়হান ২৪ ও স্বাধীন ৫৪ রানে দু’টি করে এবং এক উইকেট নিয়েছেন সালাম।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৮ রান করে ইয়াং আরএন রোড। পরে ব্যাট করতে নেমে ২২ ওভার পাঁচ বলে সাত উইকেট হারিয়ে জয় পায় যশোর বয়েজ ক্লাব।
ইয়াং আরএন রোডের মাহিনুর রহমান ২৩ বলে একটি চার ও দু’টি ছয়ে ২২, মাহামুদুল হাসান ৩৮ বলে চারটি চারে ২৭, আশিকুর রহমান ৪২ বলে চারটি চার ও নয়টি ছয়ে ৮৭ ও অলিদ আহমেদ ১৪ বলে একটি ছয়ে অপরাজিত ১৬ রান করেন।
বল হাতে যশোর বয়েজের সঞ্জয় ১৯ রানে তিনটি, একটি করে উইকেট নিয়েছেন মনি ও কল্লোল।
ব্যাট হাতে যশোর বয়েজের অরূপ ৩০ বলে চারটি চার ও দু’টি ছয়ে ৩৬, রোহান ২০ বলে দু’টি চার ও তিনটি ছয়ে ৩২, রাকিবুল ৪৪ বলে আটটি চার ও একটি ছয়ে ৪৮, রাফিদ হাসান ১৮ বলে দু’টি চার ও ছয়ে ২৫, সঞ্জয় সাত বলে একটি চার ও ছয়ে ১০ ও রাদিত ছয় বলে দু’টি চার ও একটি ছয়ে অপরাজিত ১৪ রান করেন।
বল হাতে ইয়াং আরএন রোডের আফিস ৩৪ ও মাহামুদুল হাসান ২০ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন আশিকুর রহমান, অলিদ আহমেদ ও সাইফুল ইসলাম।
