নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-২ ক্রিকেট লিগ শুরু হয়েছে। সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। তারা ছয় উইকেটে মধুমিতা ক্রীড়া চক্রকে পরাজিত করে। মধুমিতার করা ৯৮ রান আর্ডেন্সি টপকে যায় ছয় উইকেট ও ৬০ বল হাতে রেখে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর্ডেন্সির অধিনায়ক শাহিনুর রহমান। মধুমিতা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে নয় উইকেট হারিয়ে ৯৮ রান করে। মধুমিতার তিন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। রুবেল হুসাইন ১৯ বলে দু’টি চারে ১২, আবু হুরাইরা ৩৩ বলে তিনটি চারে ২১ ও রাজ অধিকারী ১৭ বলে দু’টি চারে ১৩ রান করেন। তিন ব্যাটার ফিরেছেন শূণ্য রানে। বল হাতে আর্ডেন্সির আফজাল ৫ওভারে ১টি মেডেনসহ ৭রানে দু’টি উইকেট দখল করেন। এরপাশে একটি করে উইকেট নিয়েছেন সোহান হাসান, নুর হুসাইন, আকিব জাবেদ ও কমর উদ্দিন।
জবাবে ব্যাট করতে নেমে চার রানেই প্রথম উইকেট হারায় আর্ডেন্সি। তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি তাদের। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ব্যাট হাতে মাহিন ইসলাম ১১ বলে তিনটি চারে ১৭, সোহান হাসান ২৩ বলে তিনটি চার ও একটি ছয়ে ২৪, আকিব জাবেদ ২৭ বলে দু’টি চারে অপরাজিত ২২ ও কমর উদ্দিন ১৯ বলে একটি চারে ১১ রান করেন।
বল হাতে মধুমিতার জনি আহমেদ দু’টি, সীমান্ত বিশ্বাস ও আবু হুরাইরা নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সফিউর রহমান মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের আহ্বায়ক শিমুল বিশ্বাস শিমু। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিকেট কোচ শামসুউদ্দিন শাহাজি নন্টু।
