নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগ শুরুর কয়েকদিন পরই গুঞ্জন চাউর হয় এপিক বাস্কেটবল একাডেমি ও কাজল স্মৃতি ফাইনাল খেলবে। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। অলিখিত ফাইনালে পরিণত হওয়া সুপার লিগের শেষ ম্যাচ জিতে লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে এপিক বাস্কেটবল একাডেমি। রানার্স আপ হয়েছে কাজল স্মৃতি সংঘ। রোববার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৩৬-২৮ পয়েন্ট।
ম্যাচে বিজয়ী এপিক বাস্কেটবল একাডেমি প্রথম কোয়ার্টারে ১৪-৪, দ্বিতীয় কোয়ার্টারে ০৮-০২, তৃতীয় কোয়ার্টারে ১০-৮ পয়েন্টে এগিয়ে ছিল। তবে চতুর্থ কোয়ার্টারে ১৪-৪ পয়েন্টে এগিয়ে ছিল কাজল স্মৃতি সংঘ।
বিজয়ীদের পক্ষে শাহ আলম ১০টি, রিফাত ও আব্দুল্লাহ ৮টি করে এবং জুনায়েদ ও তাওসিফ ৪টি, ফয়সাল ২টি পয়েন্ট এনে দেন। বিজিতদের পক্ষে রাতুল ১৬, নিশান ৬টি, বোরহান, আকিব ও মিলন ২টি পয়েন্ট দলকে এনে দেন।
ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন কাজল স্মৃতি সংঘের রাতুল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। বাস্কেটবল পরিষদের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল। ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবাল। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যানির্বাহী ও বাস্কেটবল পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।