নিজস্ব প্রতিবেদক :
যশোরে দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগের সুপার থ্রি’র প্রথম ম্যাচে জয় পেয়েছে রেইনবো ক্রীড়া সংস্থা। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৩১-২২ গোলে পরাজিত করেছে লাল দীঘি স্পোর্টিং হ্যান্ডবল ক্লাবকে।
ম্যাচে রেইনবো ১৪-১০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে তারা এ অর্ধে ১৭টি গোল করলেও হজম করতে হয় ১২টি গোল।
বিজয়ী রেইনবোর শুভ শেখ ১২টি, জেফরি ও সিয়াম ছয়টি করে, জিত পাঁচটি এছাড়া একটি করে গোল করেন অমিতাভ ও বোরহান। বিজিত লাল দীঘির সায়েম আটটি, আকাশ সাতটি, এছাড়া সুমন, সেতু ও সাজ্জাদ করেন দু’টি করে গোল। একটি গোল করেছেন রোহান।
