নিজস্ব প্রতিবেদক
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোববার আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের টিম। ঘণ্টাব্যাপী এই অভিযানে তারা বিভিন্ন অনিয়মের সত্যতা পেয়েছেন।
দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল জানান, পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ পায়। এজন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অফিসটি পরিদর্শন করেছি। সেখানকার সেবাগ্রহীতাদের সাথে কথা হয়েছে। পরে আমরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সাথেও কথা বলেছি। এনিয়ে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো।
গতকাল পাসপোর্ট করার জন্য অফিসে গিয়েছিলেন যশোর শহরের বকচর এলাকার মোস্তাক হোসেন। তিনি বলেন, আমি লাইনে দাঁড়িয়েও ফাইল জমা দিতে পারেনি। কর্মকর্তারা ভুল রয়েছে বলে ফেরত দেন। কি ভুল হয়েছে তা বলার সময় নেই তাদের। তবে এদিন দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসে অভিযান চালানোর পর সবাই চুপসে যান। এই ফাঁকে আমি আমার ফাইল জমা করিয়েছি। তিনি বলেন, দুদকের টিম ঘণ্টাব্যাপী অফিসে সেবাগ্রহীতাদের সাথে কথা বলেছেন। এসময় সবাই অভিযোগ করেছেন টাকা ছাড়া পাসপোর্ট অফিসে কোন কাজ হয় না। ফাইলের পেছনে দালালদের সাংকেতিক চিহ্ন দেখে অফিসের কর্মকর্তারা নথি জমা নেন। সেখানে ভুল থাকলেও দেখা হয় না।
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন জানান, গতকাল দুদকের একটি টিম আমাদের অফিস পরিদর্শন করেন। সেখানে তারা কোন অভিযোগ খুঁজে পায়নি। আমাদের অফিসে প্রতিদিন ৬শ আবেদন জমা পড়ে। লোকবল সংকট রয়েছে। তার মধ্যেও আমরা সবাইকে সেবা দেয়ার চেষ্টা করছি।
আরও পড়ুন: মামলার অব্যাহতির ভুয়া কাগজ দিয়ে লাখ টাকা আত্মসাৎ মহুরির
১ Comment
Pingback: আয়াতে ভরসা চিকিৎসা সেবা - দৈনিক কল্যাণ