নিজস্ব প্রতিবেদক :
যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপ পরিচালক পদে যোগ দিয়েছেন মেহেদী হাসান। সোমবার ৩০ জানুয়ারি তিনি যোগদান করে। এর আগে এ পদে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক সালেহ উদ্দিন। তিনি ফরিদপুর জেলায় সহকারী পরিচালক পদে বদলি হয়েছেন বলে পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়। সালেহ উদ্দিন গত বছরের ১৯ সেপ্টেম্বর যশোর অফিসে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন।
এদিকে, নবাগত উপপরিচালক মেহেদী হাসান যোগদান করায় অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নানা আশা সঞ্চালন হয়েছেন। যশোর জেলার বাসিন্দা নবাগত উপপরিচালকের কাছে ভাল সেবা পাবেন বলে সকলেই আশাবাদী হয়েছেন।
আগের উপপরিচালক নুরুল হুদা দালালের মাধ্যমে চ্যানেল সিস্টেমে ফাইল জমা ও পাসপোর্ট প্রস্তুত করে সমালোচনার জন্ম দিয়েছিলেন। যশোরের মানুষ নবাগত উপপরিচালকের কাছ থেকে যথাযথ সেবা পেতে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিভিন্ন সময়ের ভুক্তভোগীরা।