নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা পরিষদ যশোর জেলা কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লালদিঘি হরিসভা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি দ্বিপংকর দাস রতন।
আলোচক ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, সংগঠনের সদ্য উপজেলা কমিটির সভাপতি দেবেন্দ্রনাথ ভাস্কর, সাধারণ সম্পাদক রবিন পাল, বাবলু কাপুড়িয়া প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হতো না। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।
বক্তারা বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে উদ্যোগী হবার আহবান জানান।