নিজস্ব প্রতিবেদক
যশোরে বুধবার থেকে শুরু হয়েছে ফাল্গুনি মেলা ও পিঠা উৎসব। বুধবার পৌর পার্কে নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর উদ্যোগে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন ও সাংবাদিক ছড়াকার রিমন খান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেসমিন রোজ। মেলাটি দুই দিনের নির্ধারিত হলেও প্যানেল মেয়রের অনুমতি নিয়ে ১৫ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়। মেলায় মোট ৩০টি স্টলে হরেক রকম পিঠাসহ হাতে তৈরি নানান রকম পসরা প্রদর্শিত এবং বিক্রি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা।