নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভা এলাকায় ড্রেন পূণ-নির্মানের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড মাছবাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। এসময় ড্রেনের উপর গেড়ে বসা ছোট-বড় অবৈধ প্রায় ৩০টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, শহরের কয়েকটি স্থানে ড্রেন নির্মান, ফুটপাত নির্মান ও উন্নাায়ন মূলক কাজের জন্য প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে সিআরডিবি-২ প্রকল্পের টেন্ডার পাশ হয়েছে। এ আওতায় রয়েছে ডিসি বাংলো রোড থেকে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পযর্šÍ, পিটিআই রোড ও টিবি ক্লিনিক মোড় এলাকায় ড্রেন ও ফুটপাত নির্মান এবং উন্নয়ন মূলক কাজের জন্য কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সিকদার মোকলেচুর রহমান জানান, বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড সংলগ্ন ড্রেনটি বড় করা ও ফুটপাত দিয়ে লোকজন চলাচলের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় বেশকিছু টিনসেডের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়েছে। তিনি বলেন, এখনো যেসব অবৈধ স্থাপনা রয়ে গেছে, তাও গুড়িয়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদের নেতৃত্ব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আরোও উপস্থিত ছিলেন যশোর পৌরসভার, নির্বাহি প্রকৌশলী এসএম শরীফ হাসানসহ অনন্য কর্মকর্তাবৃন্দ।
