নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ২ ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে বুধবার শোকদিবস উপলক্ষে গরীবদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন।
শহরের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটি গ্যারেজের সামনে খাবার বিতরণ অণুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, যুবলীগ নেতা তপন ঘোষ, অনু বিশ্বাস, খন্দকার শরিফ রেজা প্রমুখ।
