নিজস্ব প্রতিবেদক: যশোর পৌর আওয়ামী লীগের ঘোষিত কমিটি ভুয়া। এটা অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। গতকাল দৈনিক কল্যাণে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সোমবার রাতে অ্যাড. আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও এসএম মাহমুদ হাসান বিপুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের যশোর পৌর শাখা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা পত্রিকা দপ্তরে পাঠানো হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রথম শ্রেণির পৌর আওয়ামী লীগের কমিটি জেলা শাখা অনুমোদন দেয়। কিন্তু প্রেরিত তালিকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন স্বাক্ষর ছিল না। এ বিষয়ে দৈনিক কল্যাণের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি পৌর আওয়ামী লীগের কমিটি অনুমোদিত নয় বলে টেলিফোনে জানিয়েছিলেন। আর গতকাল পত্রিকা দপ্তরে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি উল্লেখ করেন, সোমবার যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। সভায় কোন কমিটিই অনুমোদন দেওয়া হয়নি। তিনি উল্লেখ করেছেন, গত ২০ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল জেলার ৮ উপজেলা ও জেলা সদরের পৌরসভা কমিটি গঠন বা সম্মেলন করতে স্ব-স্ব উপজেলা/পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট স্থানীয় জাতীয় সংসদ সদস্য এবং জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে করতে হবে। যশোর পৌর আওয়ামী লীগের (শহর কমিটি) কমিটি গঠন করার ক্ষেত্রে এ ধরনের সমন্বয় করা বা কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি। আর যে কমিটি পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বা হয়েছে সেটি জেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত নয়। সেটা ভুয়া কমিটি। তাই পৌর শাখার (শহর কমিটি) নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।