নিজস্ব প্রতিবেদক: যশোর পৌর শাখা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা পত্রিকা দপ্তরে পাঠানো হয়েছে। সোমবার রাতে সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত প্রেরিত তালিকায় ৭১ জন সদস্যের নাম রয়েছে। তবে এ কমিটি অনুমোদিত নয় বলে টেলিফোনে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। তিনি বলেন, মনগড়া কমিটি মূল্যহীন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ ফেব্রুয়ারি কমিটির অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের নিকট জমা দেয়া হয়। এ কমিটিতে সহ-সভাপতিতে রয়েছেন রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আলাউদ্দীন, আজিজুল হক, শামীম আহমেদ রনি, ফয়জুল কবির কচি, জাহাঙ্গীর আলম বাবলু, রবিউল ইসলাম শাহীন ও বাবলু কুমার নাথ। যুগ্ম সাধারণ সম্পাদকে আছেন কাজী শহিদুল হক শাহীন, শেখ জাহিদ হোসেন মিলন ও এসএম ইউসুফ শাহিদ। আইন বিষয়ক সম্পাদকে আছেন এ্যাড. মাহবুব সরকার লাল্টু, কৃষি সম্পাদকে সেলিম কবীর, তথ্য ও গবেষণা সম্পাদকে রবিউল ইসলাম রবি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকে আরিফুজ্জামান বাদল, দপ্তর সম্পাদকে শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদকে উজ্জ্বল হোসেন, প্রচার সম্পাদকে আনোয়ার হোসেন বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকে রবিউল ইসলাম রবি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে আনোয়ার হোসেন সবুজ, মহিলা বিষয়ক সম্পাদকে ফারজানা ইযাসমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, শিক্ষা বিষয়ক সম্পাদকে আশিকুর রহমান বাঁধন, শ্রম বিষয়ক সম্পাদকে আলী হোসেন নয়ন, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবীর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকে নাম রয়েছে নাজমুল সিদ্দিকী পলাশের।
সাংগঠনিক সম্পাদকে নাম আছে শেখ শাহাজান কবির শিপলু ও জাকির হোসেন রাজীবের। সহ-দপ্তর সম্পাদকে শাহীনুর রহমান শাহিন, সহ-প্রচার সম্পাদকে শেখ আলমগীর হোসেন ও কোষাধ্যক্ষে আছেন হাজী হাসান। এছাড়া সদস্য পদে ৩৫ জনকে রাখা হয়েছে। তারা হলেন শেখ সাদেক আলী, হালিমুল হক ফরহাদ, ইমাম হাসান বাবলু, ফারুক হোসেন সিরু, সুলতান মাহমুদ পরান, খলিলুর রহমান, মফিজুর রহমান নান্টু, তোতা মোল্লা, ইদ্রিস আলী বাদল, কাজী রবিউল ইসলাম রবু, ফরহাদ হোসেন, মনিরুজ্জামান মনি, নওয়াব আলী, আলী হাসান তুষার, মফিজুর রহমান মধু, ইকবাল মুনাফ দিলু, সৈয়দ নাজমুল হক পিকুল, শেখ মোহাম্মদ রবিউল ইসলাম, পিয়ার মোহাম্মদ পিয়ারু, সিরাজুল ইসলাম সিরাজ, আলী হোসেন, ইজ্জাক হোসেন, গোলাম রসুল ডাব্লু, নূর ইসলাম নুরু, ওহিদুল আলম টুটুল, মাহফুজুর রহমান শান্টু, আসাদুজ্জামান আসাদ, গোলাম রব্বানী, ফিরোজ শেখ, শেখ শাহাজাহান শান্ত, জুলফিকার আলী, এনামুল, রবি মোল্লা, তৌফিকুর রহমান সুমন ও মিরাজ আলম।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন দৈনিক কল্যাণকে বলেন, স্থানীয় এমপি ও জেলা আ’লীগের সভাপতি ও সম্পাদকের সাথে আলাপ-আলোচনা করে কেন্দ্র থেকে কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু পকেট কমিটি করা হয়েছে। যেকারণে জেলা আওয়ামী লীগ অনুমোদন দেয়নি।