নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর পিতা ও জনতা ব্যাংক যশোর শাখার সাবেক কর্মকর্তা এস এম আলী হোসেন (৭৪) আর নেই। তিনি শুক্রবার ভোররাতে শহরের কাজীপাড়াস্থ বাড়িতে বার্ধক্যজনিতসহ নানা রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুর আগে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদজুম্মা শহরের কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।
আওয়ামী লীগনেতা বিপুর পিতার মৃত্যুর খবর শুনে শুক্রবার সকাল থেকে মরহুমের বাড়িতে সমবেদনা জানাতে যান জেলা আওয়ামী লীগসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলী হোসেনের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন এমপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জানাজায় অংশ নেয় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান, শ্রম সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, জেলা আওয়ামী লীগনেতা রেজাউল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম নিয়ামত উল্ল্যাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। আগামীকাল রোববার বাদ আসর শহরের কাজীপাড়া জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে উপস্থিত সকলকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মরহুমের সন্তান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এস এম মাহমুদ হাসান বিপু।
