নিজস্ব প্রতিবেদক
বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন খেলা নেই। তাই ক্রিকেটাররা যে যার মতো ছুটি কাটাচ্ছেন। এ ছুটিতে সোমবার যশোরে এসেছিলেন ‘কাটার মাস্টার’ বলে খ্যাত জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গ্রামের বাড়ি সাতক্ষীরা থেকে মোস্তাফিজুর সকাল ৯টার দিকে যশোরে আসেন। এরপর মোস্তাফিজুর দীর্ঘসময় ধরে পৌরপার্কে মাছ ধরেন। বিশেষ ব্যবস্থায় তার টিকিটের ব্যবস্থা করা হয়।
দুপুরে খুলনা বিভাগীয় দলের সতীর্থ ক্রিকেটার যশোরের ইমরানুজ্জামানের বাসায় লাঞ্চ করেন এবং রেস্ট নেন। পরে বিকেলে ডা. আব্দুর রাজ্জাক কলেজ মাঠে ক্ষুদে ক্রিকেটারদের সময় কাটান। এ সময় তিনি ভবিষ্যতের ক্রিকেট তারকাদের সঠিক পথে কঠোর পরিশ্রম ও কোচের দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। বাঁহাতি এ পেসারকে কাছে পেয়ে ক্ষুদে ক্রিকেটারদের সেলফি তুলতে দেখা যায়।

১ Comment
খুব ভালো