নিজস্ব প্রতিবেদক
সপ্তাহব্যাপী মশা নিধন অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। রোববার দুপুরে পৌরসভার প্রধান ফটকের সামনে মেয়র হায়দার গনী খান পলাশ মশা নিধন অভিযানের উদ্বোধন করেন। এ অভিযান চলবে আগামী সোমবার পর্যন্ত-জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার কেএম আবু নওশাদ, নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, কাউন্সিলর মোকসিমুল বারী অপু, রাজিবুল আলম, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার জলি, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু প্রমুখ। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু জানান, ৯ ওয়ার্ডে এক যোগে মশা নিধন করবে পৌরসভা।
আরও পড়ুন:যশোর হাসপাতালে ১২ দিনে ভর্তি হয়েছেন ৩৫০ রোগী