নিজস্ব প্রতিবেদক
যশোর পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের শাখার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের চাঁচড়া মাগুরপট্টি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক তৌহিদ চাকলাদার ফন্টু। অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ শাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, সদস্য গোলাম রব্বানী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছান ইমাম বাবলু, মিজানুর রহমান বাবলু, ফিরোজ শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কামরুজ্জামান, আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম।
