নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আসরে জেলার শীর্ষ লিগের ১২ দলের একটি ছিল স্ক্যাইল্যাব ক্লাব। তবে নেমে যায় প্রথম বিভাগে। আগামী মৌসুমে আবারও শীর্ষ লিগে খেলার লক্ষ্য নিয়ে দল গড়েছে। সেই লক্ষ্যে প্রথম ম্যাচে দারুণ শুরু পেয়েছে দলটি। প্রথম বিভাগের নবাগত দল বিপণনকে হারিয়েছে ৩ উইকেটে।
মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে বিপণনের করা ১৬৮ রান ২৪ বল ও ৩ উইকেট হাতে রেখে টপকে যায় সঞ্জয় সাহার দল। যদিও প্রথম ও মাঝের দিকে কিছুটা পথ হারিয়েছে ছিল। তবে কামরুজ্জামান রানার অর্ধশতকে তা হয়নি।
১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মধ্যে দুই ওপেনার সাজঘরে ফিরে যায়। দুজনের কেউই শূণ্যর ঘর পার হতে পারেনি। রানা প্রথমে অর্পণ সেন তনুকে নিয়ে ইনিংস মেরামতে কাজ করেন। দুজনের ৬১ রানের জুটি দলকে জয়ের পথে রাখে। তনু (২২) তুমিত হাসানের বলে জুনায়েদের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙ্গে ১০ ওভার ৪ বলের স্থায়ী জুটি। পরে রানাকে ভালই সঙ্গ দেন ফয়সল উদ্দিন (২৪)। দুজনের জুটিতে আসে ৪৬ রান। এর মাঝে ৫৯ বলে অর্ধশতক তুলে নেন রানা। দলীয় ১৪০ রানে পঞ্চম ব্যাটার যখন সাজঘরে ফিরে যান তখন তার সংগ্রহ ৬৪। ৮২ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার। রানা আউট হওয়ার পর কিছুটা পথ হারায় স্ক্যাই ল্যাব। পরের ১৪ রানের মধ্যে আরও দুই উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভবনা জাগিয়েছিল বিপণন। তবে তারিক মাহমুদ আবির ও রনি মন্ডলের অপরাজিত ১৫ রানের জুটি তা হতে দেয়নি। রনি ৬ ও আবির ৭ রানের অপরাজিত থেকে মাঠ ছাড়ে।
বিপণনের ডানহাতি পেসার সাদমান খান ৪০ রানে ৩টি, সেতু, তুমিত হাসান ও তারিক সামি একটি করে উইকেট দখল করেন।
এর আগে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপণনের অধিনায়ক জুনায়েদ হোসেন। ব্যাট করতে নেমে আদনান সামি হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে উড়ন্ত শুরু এনে দেন। সামনে এগিয়ে খেলতে গিয়ে সঞ্জয়ের বলের লাইন মিস করে স্ট্যাম্পিংয়ের শিকার হন জুনায়েদ। তার আগে ৩১ বলে ৩টি চার ও একটি ছয়ে ২৭ রান করেন। বিপণনের ইনিংসের পরের গল্পটা হৃদয়কে ঘিরে। হৃদয় একপ্রান্তে একা আগলে রাখেন। অপরপ্রান্তে আদ্রিব জামান বর্ণ (২৫) ছাড়া আর কেউ তাকে সঙ্গ নিতে পারেনি। তাতে ঝড়ো শুরুটা আর ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত ইনিংসের তিন বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে তারা স্কোরবোর্ডে ১৬৮ রান জমা করতে পারে। হৃদয় ৯০ বলে ৭টি চারে ৫১ রান করেন। এরপাশে বর্ণ ২৫, আরাফাত কবির ১৪, সাদমান খান ১২ ও তারিক সামি ১১ রান করেন।
স্ক্যাইল্যাবের অপু হোসেন ২২ রানে ৩টি, রনি মন্ডল ও তারিক মাহমুদ ২টি করে উইকেট দখল করেন।
এর আগে সকালে লিগের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মকছেদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, প্রথম বিভাগ ক্রিকেট লিগের সম্পাদক খায়েরুজ্জামান বাবু।