নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের তৃতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল উপশহর ক্রীড়া চক্র ও রেইনবো বয়েজের। কিন্তু বুধবার রাতে বৃষ্টি হওয়ায় আউট ফিল্ডে পানি জমা থাকায় শেষ পর্যন্ত ম্যাচটি আর আলোর মুখ দেখেনি। এমনকি টস করাও সম্ভাব হয়নি।
বুধবার রাতে বৃষ্টির কারণে শামস্-উল হুদা স্টেডিয়ামের পিচ বাদে আউট ফিল্ডের বিভিন্ন জায়গায় পানি জমে ছিল। দুপুর ১২টা পর্যন্ত আম্পায়াররা শেষ বারের মত মাঠ পর্যবেক্ষণ করে জানান ম্যাচ মাঠে গড়ানো কোন অবস্থাতেই সম্ভব নয়।