নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের খেলা সম্পন্ন হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম জয় পেয়েছে ইলেভেন স্টার ক্লাব। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৫ উইকেটে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবকে হারিয়ে রেলিগেশন লড়াই এড়িয়েছে। তবে ‘ডি’ গ্রুপ থেকে রেলিগেশনের লড়াইয়ে নামতে হবে মুন্সী এরশাদ আলী স্মৃতি ক্রিকেট ক্লাবকে। তিন জয়ে এই গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে বসুন্দিয়ার মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুন্সী এরশাদ আলী স্মৃতি। ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। পরে জবাব দিতে নেমে ২৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইলেভেন স্টার।
ব্যাট হাতে মুন্সী এরশাদের সাকিব ৬টি চার ও একটি ছয়ে সর্বোচ্চ ৫৩, জাহিদ ২৫ ও রুমন ১৫ রান করেন। বল হাতে ইলেভন স্টারের আবেদ দুটি, রিপন, সৈকত, সামি ও আরিফ একটি করে উইকেট দখল করেন।
ইলেভেন স্টারের ব্যাট হাতে রাহাত পারভেজ ৬৩ বলে ৫টি চার ও একটি ছয়ে ৬৬, মৃনাল ২৩, সিয়াম ১২ ও রাফি ১১ রান করেন। মুন্সী এরশাদের সাব্বির দুটি, জাহিদ, মিঠুন ও দিপ একটি করে উইকেট দখল করেন।
