নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে আসাদ স্মৃতি সংঘ। সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তাদের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে রেইনবো বয়েজ।
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে আসাদ স্মৃতি ব্যাট করতে পাঠায় রেইনবো বয়েজকে। ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রেইনবো। তারা ৩৪ ওভার দুই বল খেলে ৯৮ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১৯ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন থেকে প্রথম বিভাগে নেমে আসা আসাদ স্মৃতি।
রেইনবো বয়েজের সাইফুল ২২ বলে তিনটি চারে সর্বোচ্চ ১৮ রান করেন। দুই অঙ্কের ঘর স্পর্শ করা অপর ব্যাটার টনি ২৬ বলে দু’টি চারে করেছেন ১২ রান। বল হাতে আসাদের সাকিব ১৭ ও আলিফ ২০ রানে নিয়েছেন তিনটি করে উইকেট। ২২ রানে দু’টি উইকেট নিয়েছেন অপু। একটি করে উইকেট পেয়েছেন আসিফ ও জুনিয়র সাকিব।
আসাদ স্মৃতি সংঘের ব্যাটিং ইনিংসে ইয়াছিন ২৬ বলে দু’টি চারে ১৯, জামাল ৩১ বলে পাঁচটি চারে ২৬ ও জুনিয়র সাকিব ৩৪ বলে পাঁচটি চারে অপরাজিত ৩২ রান করেন। রেইনবো বয়েজের তৌফিক ১৫ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মামুন, রহমান ও ইউসুফ।
এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, প্রথম বিভাগ ক্রিকেট লিগের সম্পাদক খায়েরুজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন শামসুদ্দিন শাহাজী নন্টু।