নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ১৩৮ রানে রেইনবো বয়েজ ক্লাবকে পরাজিত করেছে যশোরের শিল্পাঞ্চল খ্যাত নওয়াপাড়ার দলটি। আজাদ দ্বিতীয় জয় পেলেও বিপরীত অভিজ্ঞতা হয়েছে রেইনবো বয়েজের। তারা দুই ম্যাচই হেরেছে।
‘ক’ গ্রুপে থাকা দলগুলো দু’টি করে ম্যাচ সম্পন্ন করেছে। তাদের বাকি রয়েছে একটি করে ম্যাচ। এই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে রয়েছে আজাদ স্পোর্টিং ও আসাদ স্মৃতি সংঘ। তাদের অর্জন চার পয়েন্ট করে। রেইনবো বয়েজ ও দি নিউ স্টার ক্লাব কোন পয়েন্ট ঘরে তুলতে পারেনি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে আজাদ সব ক’টি উইকেট হারিয়ে ২৪০ রান করে। পরে ব্যাট করতে নেমে ২৯ ওভার দুই বলে ১০২ রানে গুটিয়ে যায় রেইনবো বয়েজ।
আজাদের ব্যাটিং ইনিংসে মাইনুদ্দিন ৭০ বলে ১০টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৭৪ রান করেন। এছাড়া তুহিন ৫৫ বলে তিনটি চারে ২৬, সজিব শেখ ২৮ বলে ২৩, মেহেদী হাসান ৪৯ বলে একটি চারে ২৯ রান করেন। অতিরিক্ত থেকে তাদের আসে ৪৯ রান। যার মধ্যে ৩৬টি ওয়াইড ছিল।
বল হাতে রেইনবোর জুয়েল ৪২ রানে চারটি, সাইফুল ইসলাম ২৪ রানে তিনটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তৌফিক ও রহমান।
রেইনবোর ব্যাটিং ইনিংসে আব্দুল্লাহ ৪৭ বলে তিনটি চার ও একটি ছয়ে ২৯ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ১৪ রান। দলের দু’ব্যাটার শিমুল হোসেন ও শাহিন শূণ্য রানে ফেরেন। বাকি সাত ব্যাটার ছিলেন এক অঙ্কের ঘরেই।
বল হাতে আজাদের সজিব শেখ ২৪ রানে চারটি, হিরক ২৪ রানে দু’টি, একটি করে উইকেট দখল করেন আব্দুল্লাহ, তুহিন ও মামুন।