নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের টানা দ্বিতীয় জয় পেয়েছে বিপণন। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ২২ রানে ইলেভেন স্টারকে পরাজিত করে। বিপণনের করা ১৭৬ রানের জবাবে ৩৮ ওভার ৪ বলে ১৫৪ রান করতে পারে ইলেভেন স্টার। উভয় দলেরই এটি দ্বিতীয় ম্যাচ ছিল। বিপণন টানা দ্বিতীয় জয় পেলেও প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ইলেভেন স্টার।
ঘনকুয়াশার কারণে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপণনের অধিনায়ক আদনান সামি হৃদয়। নির্ধারিত ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান করে তারা। দলের হয়ে হব্রাহিম হোসাইন ৫৩ বলে ১টি চারে ২৭, হৃদয় ২৬ বলে ১টি চার ও ছয়ে এবং মাহিনুর রহমান ৭১ ২টি চারে ২৫ রান করে সংগ্রহ করেন। এরপাশে জুনায়েদ সিদ্দিক ৩০ বলে ২৪, আল ইমরান শান্ত ২১ বলে ২টি চার ও ১টি ছয়ে ২২, আরাফাত কবির ১৭ রান করেন।
ইলেভেন স্টারের মতিন আহমেদ ২৫ রানে ৩টি, সৈকত মল্লিক ২টি, মৃদুল, আরিফ হোসাইন ও কাবিদ আল সিয়াম ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩৮ ওভার চার বলে সব ক’টি উইকেট হারিয়ে ১৫২ রান করতে পারে ইলেভেন স্টার। বলের মতো ব্যাট হাতে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মতি আহমেদ। মতিন ৫৫ বলে ৪টি চারে ৪৬ রান করেন। এরপাশে ১০ নম্বর ব্যাটার স্বাধীন হোসাইন ৩২ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৩৪, অপরাজেয় আজাদ হিমেল ২১ ও আরিফ হোসাইন ১৯ রান করেন।
বল হাতে বিপণনের ফাহাদ আলম ৩৩ রানে, ইব্রাহিম হোসেন ও আদনান সামি হৃদয় ৩৬ রানে ৩টি করে উইকেট দখল করেন। অপর উইকেটটি নেন আসিফ জামান সেতু।