নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে রেইনবো বয়েজ। মঙ্গলবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৮০ রানে দি নিউ স্টার ক্লাবকে পরাজিত করে। দুই ম্যাচে রেইনবো বয়েজ প্রথম জয়ের দেখা পেলেও সমান সংখ্যক ম্যাচে নিউ স্টার ক্লাব জয়শূন্য রয়েছে।
টসে জিতে রেইনবো বয়েজ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ব্যাটাররা কেউ বড় ইনিংস খেলতে না পারলেও মাঝারি কয়েকটা ইনিংসের উপর ভর করে ৪৯ ওভারে অল আউট হওয়ার ২৭০ রান করে।
ব্যাট হাতে আব্দুল্লাহ তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছে। আব্দুল্লাহার ৬৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছয়ের মার। এর পাশে রেনবো বয়েজের হয়ে রেইবোর ব্যাটিং ইনিংসে নাজমুল ৪১ বলে চারটি চার ও একটি ছয়ে ৩১, রিজভী ৩৭ বলে সাতটি চারে ৩৩, ইউসুফ ৫২ বলে তিনটি চার ও দু’টি ছয়ে ৩৮, আদনান ২৫ বলে দু’টি চার ও একটি ছয়ে ২৯ ও এ রহমান ৪৫ বলে দু’টি চার ও তিনটি ছয়ে ৪০ রান করেন। অতিরিক্ত হতে আসে ৪২ রান। যার সিংহভাগ ৩৫ রান এসেছে ওয়াইড থেকে।
বল হাতে দি নিউ স্টারের রায়হান হোসেন পাঁচটি, আরিফ বিল্লাহ তিনটি এছাড়া একটি করে উইকেট নেন আব্দুল্লাহ আল মামুন ও নুর ইসলাম।
জবাবে ব্যাট করতে নেমে দশ নম্বর ব্যাটার রায়হান হোসেনর অপরাজিত হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার খেলেও ১৮৮ রানের বেশি করতে পারেনি দি নিউ স্টার।
দি নিউ স্টারের ব্যাটিং ইনিংসে মুন হোসেন ৪২ বলে তিনটি চারে ১৭, সাহিদ ৫৭ বলে ১১, আব্দুল্লাহ আল হোসেন ৪৫ বলে পাঁচটি চার ও একটি ছয়ে ৩৬ ও রায়হান হোসেন ৫০ বলে নয়টি চারে অপরাজিত ৫৩ রান করেন। অতিরিক্ত হতে তারা সংগ্রহ করে ৪৬ রান।
বল হাতে রেইনবোর এ রহমান চারটি এছাড়া একটি করে উইকেট নেন ইউসুফ, নাজমুল, জুয়েল, সোহাগ ও শাহিন।