নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের ‘ক’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছে আসাদ স্মৃতি সংঘ। তবে প্রথম বিভাগে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হয় রেইনবো বয়েজ ও দি নিউ স্টার ক্লাব। ছয় উইকেটের জয়ে প্রথম বিভাগে টিকে রইলো রেইনবো বয়েজ।
অপরদিকে প্রথম বিভাগের টিকে থাকার শেষ সুযোগ দি নিউ স্টার ক্লাবকে অন্য তিন গ্রুপের সর্বনিম্ন পয়েন্টধারীর সাথে খেলতে হবে রেলিগেশন লিগ।
এদিন টসে জিতে রেইনবো বয়েজের অধিনায়ক জুয়েল প্রতিপক্ষ নিউ স্টার ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নিউ স্টার ক্লাব ৩৭ ওভার ৪ বলে ৯৩ রানে গুটিয়ে যায় দলীয় ইনিংস। দলের পক্ষে দশ নম্বর ব্যাটার ইমরান ৪৬ বলে ৫টি চারে সর্বোচ্চ ২৫ রান করেন।
এরপাশে মুক্ত ও রায়হান ১২ রান করে সংগ্রহ করেন। এছাড়া অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। বল হাতে রেইনবো বয়েজের লিমন ৯ ওভারে ৩টি মেডেনসহ ১৩ রানে ৪টি, এ রহমান ১১ রানে ৩টি, জুয়েল ২৩ রানে ২টি ও প্রান্ত একটি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২ ওভারে ১৩ রানে প্রথম উইকেট হারালেও ১৮ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রেইনবো বয়েজ। উইকেটকিপার ব্যাটার আব্দুল্লাহ ৪৪ বলে ৬টি চার একটি ছয়ে অপরাজিত ৩৮, রনি ১০ রান করেন। দি নিউ স্টার ক্লাবের মিরাজ, রায়হান, আমিনুর ও সিয়াম একটি করে উইকেট দখল করেন।