নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের ‘খ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ইয়াং প্যাগাসাস। শুক্রবার গ্রীন ডায়মন্ডকে ৫১ রানে হারিয়ে টানা তিন জয় তুলে নেয় ইয়াং প্যাগাসাস। এজয়ে ‘খ’ গ্রুপের সেরা হয়ে সুপার ফোর নিশ্চিত করেছে ইয়াং প্যাগাসাস। ইয়াং প্যাগাসাসের ২১০ রানের জবাবে গ্রীন ডায়মন্ড ১৫৯ রান করতে পারে।
শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে গ্রীন ডায়মন্ডের অধিনায়ক আল আমিন জুয়েল ইয়াং প্যাগাসাসকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায়।
ব্যাট করতে দুর্দান্ত শুরু এনে দেন ইয়াং প্যাগাসাসের দুই ওপেনার মোমিন হোসেন ও মাহমুদুল রনি। দুজনে পাওয়ার প্লের দশ ওভারে স্কোর বোর্ডে ৬৩ রান সংগ্রহ করেন। রনি ব্যক্তিগত ৩০ রানে আউট হলে ভাঙ্গে ১২ ওভার তিন বলের স্থায়ী জুটি। রনি ৩০ বলে মারেন ৬টি চার ও একটি ছয়ের মার। রনি আউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৮৩ রান যুক্ত হয়। ৯ রানের মধ্যে মোমিনও সাজঘরের পথ ধরে। তার আগে ফিফটি তুলে নেন এই ওপেনার। ৪৬ বলে ফিফটি করায় মোমিন শেষ পর্যন্ত ৫৩ বলে ৫৪ রান করে। তার ইনিংসে ছিল ১১টি চারের মার। এদুজনের আউটের পর কেউ বড় ইনিংস খেলতে না পারলেও ২০ ছাড়ানো তিন ইনিংসে দুই বল বাকি থাকতে আউট হওয়ার আগে ২১০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইয়াং প্যাগাসাস। ব্যাট হাতে জাহিদ হাসান ৪৩ বলে ২টি চার ও একটি ছয়ে ২৭, ফয়সাল হোসেন ২৭ বলে ২টি চার ও একটি ছয়ে ২১, আশিকুজ্জামান ১৯ ও তুহিন হাসান অপরাজিত ১৫ রান সংগ্রহ করেন।
গ্রীন ডায়মন্ডের দলীয় অধিনায়ক আল আমিন জুয়েল ১০ ওভারে ৪৪ রানে ৪টি, তৌহিদুর রহমান ২৬ রানে ৩টি, নুরন্নবী ও তাহহীদ হাসান একটি করে উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই উইকেট হারায় গ্রীন ডায়মন্ড। এরপর তারা জয়ের কোন চেষ্টা করেনি। তবে পুরো ৫০ ওভারে খেলার চেষ্টায় সফল হয়েছে। তারা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করেন। সর্বোচ্চ উইকেটের মতো ব্যক্তিগত সর্বোচ্চ রানও করেছেন দলীয় অধিনায়ক আল আমিন জুয়েল। জুয়েল ১০৯ বল খেলে ৩টি চারে ৫১ রান করেন। এর আগে ১০৭ বলে অর্ধশতক পূর্ণ করেন। এরপাশে তৌহিদুর রহমান ৫৫ বলে ৪৪, আলাউদ্দিন ও হৃদয় রায় ১৮ রান করে সংগ্রহ করেন।
বল হাতে ইয়াং প্যাগাসাসের শামীম হোসেন সম্রাট ২৭ রানে ৩টি, অহিদুল ইসলাম ২টি, হাসান কবির, আবু বক্কার ও মোমিন একটি করে উইকেট দখল করেন।