নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের বৃহস্পতিবারের ম্যাচে জয় পেয়েছে ইলেভেন স্টার। শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৮৯ রানে চৌগাছা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।
ইলেভেন স্টারের করা ১৬৪ রানের জবাবে ৭৫ রানে গুটিয়ে যায় চৌগাছার দলীয় ইনিংস। এদিন টসে জিতে ইলেভেন স্টারের অধিনায়ক অপরাজেয় আজাদ হিমেল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে ৪৪ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে নয় নম্বর ব্যাটার স্বাধীন ৩৬ বলে ৪টি চারে সর্বোচ্চ ২৭, ওপেনার মুবতাসিন সাদিক ৬৩ বলে ৪টি চারে ২৮, দলীয় অধিনায়ক হিমেল ১৫ ও সোহানুর রহমান ১২ রান করেন। এরপাশে অতিরিক্ত থেকে আসে ৩১ রান।
বল হাতে চৌগাছার ক্রিকেট ক্লাবের কাজল ৪০ রানে ৩টি, লিমন ১৫, রুম্মন হোসাইন ২৪ ও টুটুল ৩৫ রানে ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৭৫ রানে গুটিয়ে যায় চৌগাছা ক্রিকেট ক্লাবের দলীয় ইনিংস। ব্যাট হাতে সুজন ১৯, মেহেদি হাসান ১২ ও কাজল ১০ রান করেন। এর বাইরে আর কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। ইলেভেন স্টারের আরিফুজ্জামান আরিফ ৮ ওভারে ২৩ রানে ৫টি, কাবিদ আল সিয়াম ১৫ রানে ৩টি ও সৈকত মল্লিক ২টি উইকেট দখল করেন।