নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই রেলিগেশন লিগ শুরু হয়। রেলিগেশন লিগের দুই ম্যাচের পর শুক্রবার হয়েছে গ্রুপ পর্বে স্থগিত থাকা ম্যাচটি। শামস্-উল-হুদা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে উপশহর ইয়ুথ। তাদের কাছে ৬ উইকেটে হেরেছে মুসলিম ফ্রেন্ডস আদর্শ সংঘ। এই জয়ে সর্বশেষ দল হিসেবে লিগের সুপার ফোর নিশ্চিত করেছে উপশহর ইয়ুথ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুসলিম ফ্রেন্ডসের অধিনায়ক আল মামুন। ব্যাট করতে দুই রানেই প্রথম উইকেট হারিয়ে বসে বসুন্দিয়ার দলটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে রুবেল মাহমুদকে সঙ্গে নিয়ে মামুন প্রাথমিক বিপর্যয় রোধ করেন। রুবেল ২৭ রানে সাজঘরে ফিরলে ভাঙ্গে ৫৭ রানের জুটি। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুসলিম ফ্রেন্ডস। শেষ দিকে ইব্রাহিম হোসেনের ২৩ রানের কল্যাণে ৩৯ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১৪০ ছাড়ানো রান করতে পারে। সর্বোচ্চ ৩২ রানের ইনিংসটি খেলেন দলীয় অধিনায়ক আল মামুন। মামুনের ৫৫ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। এছাড়া রুবেল ৩২ বলে ৪টি চার ও ১ ছয়ে ২৭, ইব্রাহিম ৩৬ বলে ৫টি চারে ২৩, স¤্রাট জয় ৩৪ বলে ৪টি চারে ৩৪ রান করেন।
বল হাতে উপশহর ইয়ুথের রয়েল, সুমন, রিয়াদ ও রাইসুল ২টি করে উইকেট দখল করেন। এছাড়া শোয়েব আক্তার ও মিরাজ একটি করে উইকেট দখল করেন।
১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই রানে প্রথম উইকেট হারায় উপশহর ইয়ুথ। তবে ওপর ওপেনার বশিরের অর্ধশতক ও মিল্টনের ৩০ রানের ইনিংসে ২৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে উপশহরের দলটি। ৫৬ বলে ফিফটি করা বশির রান আউটে কাটা পড়ার আগে করেন ৭৩ রান। ৬৭ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছয়ের মার। মিল্টন ২৩ বলে ছয় চারে ৩০ ও রয়েল ২৩ বলে দুই চার ও এক ছয়ে অপরাজিত ২১ রান করেন। মুসলিম ফ্রেন্ডসের আব্দুল্লাহ, আল মামুন ও ইমরান হোসেন ১টি করে উইকেট দখল করেন।