নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশনের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব। শনিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৫ উইকেটে দি নিউ স্টার ক্লাবকে পরাজিত করে। রেলিগেশনের দুই ম্যাচ শেষে উভয় দলই একটি করে জয় পেয়েছে।
আগের রাতের বৃষ্টিতে নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘন্টা পর ম্যাচ শুরু হয়। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে দি নিউ স্টারকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় আর্ডেন্সির অধিনায়ক অসীম কুমার বিশ্বাস।
নিউ স্টার ব্যাট করতে নেমে আরিফ বিল্লাহ অর্ধশতকে ২৭ ওভারে ৬ ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান করে। আরিফ বিল্লাহ ৪৬ বলে ৬ চার ও এক ছয়ে ৫৭ রান করেন। এরপাশে আমিনুর ইসলাম ৫৩ বলে চার চারে ৪১, মুন হোসেন ৩৪ বলে ৩টি চার ও এক ছয়ে ৩১ রান করেন।
আর্ডেন্সির বল হাতে রুবেল ১৬ রানে ও অসীম ২৯ রানে ২টি করে এবং আসিফ ও তৌহিদ একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৭৬ রানে ও ১০৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে আর্ডেন্সি। তবে ষষ্ঠ উইকেট জুটিতে রাফিউল ও দেবু পেরি ৫৫ রান করে দলের জয় নিশ্চিত করে। রাফিউল ৪০ বলে তিন চারে ৩৬ ও দেবু ২৭ বলে দুই চারে ২২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। এছাড়া বাদশা ২১ বলে চার চারে ২৪, আতিক ফয়সাল ২১, শাহারিয়ার পারভেজ ১৯ রান করেন।
বল হাতে দি নিউ স্টারের আমিনুর ইসলাম ৩৪ রানে ও রায়হান হোসেন ৪২ রানে ২টি উইকেট দখল করেন। অপর উইকেটটি দখল করেন আরিফ বিল্লাহ।