নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ ক্রিকেটের রেলিগেশনের লড়াই আরও জমে উঠেছে। রোববার রেলিগেশনের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে মুন্সি এরশাদ আলী স্মৃতি সংঘ। শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ১০৮ রানে সীমান্ত ক্লাবকে হারিয়েছে।
রোববারের ম্যাচ শেষে চার দলের দুটি করে ম্যাচ সম্পন্ন হয়েছে। দুই ম্যাচে শেষে সব দল একটি করে জয় পেয়েছে। এখন প্রতিটি দলের ম্যাচ বাকি রয়েছে একটি করে। তাই শেষ দুই ম্যাচে যারা জিতবে তারাই টিকে থাকবে প্রথম বিভাগে। হেরে যাওয়ার দল দুটি ছিটকে যাবে দ্বিতীয় বিভাগে। রেলিগেশনের লড়াইয়ে অবতীর্ণ ক্লাবগুলো হচ্ছে আর্ডেন্সি স্পোর্টিং ক্লাব, সীমান্ত ক্লাব, নিউ স্টার ক্লাব ও মুন্সি এরশাদ আলী স্মৃতি সংঘ।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে আল আমিনের ফিফটিতে ৩৯ ওভার চার বলে অলআউট হওয়ার আগে ২৩৪ রানের দলীয় ইনিংস গড়ে। আল আমিন ৫৩ বলে ৯টি চার ও এক ছয়ে ৬২ রান করে। এর পাশে রিপন ১৪ বলে পাঁচটি চারে ২২, তুষার ১৩ বলে তিনটি চারে ১৫, সঞ্জয় ৪৪ বলে একটি চারে ২৫, সজিব ২৪ বলে দু’টি চার ও একটি ছয়ে ২০ ও অপি সাত বলে দু’টি চারে ১২ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৪ রান।
বল হাতে সীমান্তের আলিম ২৫ রানে তিনটি, শাওন ৫৭, জয় ৩৯, হৃদয় ৪৩ রান খরচায় নেন দু’টি করে উইকেট। এছাড়া ফরহাদ শান্ত ৫৬ রানে নেন একটি উইকেট।
পরে জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সীমান্ত ক্লাব। ৬৫ রানে ৮ উইকেট হারানো দলটিকে শতক পার করান আলিম। তবে সতীর্থের অভাবে অর্ধশতকের দেখা পাননি। শেষ পর্যন্ত আলিম ৬০ বলে ৫ চারে ৪৪ রানে অপরাজিত ছিলেন। আলিমের এই ইনিংসের উপর ভর করে সীমান্ত ক্লাব ৩৬ ওভার পাঁচ বল অল আউট হওয়ার আগে স্কোর বোর্ডে জমা করতে পারে ১২৬ রান।
ব্যাট হাতে সীমান্তের সৌমেন ২৬ বলে দু’টি চারে ১১, আলিম ৬০ বলে পাঁচটি চারে ৪৪, শান্ত ২৭ বলে একটি চারে ১৫ ও শাওন ২২ বলে দু’টি চারে ১৩ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২১ রান। বল হাতে মুন্সি এরশাদের ববি ৩০ রানে তিনটি, শিমুল ২১, মৌমন ১৭ ও আল আমিন ৩১ রানে নেন দু’টি করে উইকেট। সঞ্জয় এক রান খরচায় নেন একটি উইকেট।