নিজস্ব প্রতিবেদক: যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগের ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র। অপরদিকে ‘খ’ গ্রুপ থেকে এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব ও লালদিঘী স্পোর্টিং ক্লাব সেমিফাইনালে লড়াইয়ে যায়গা নিশ্চিত করেছে।
রোববার যশোর বাস্কেটবল গ্রাউন্ডে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র ৬৩-২১ পয়েন্টে সন্ধানী ক্রীড়া চক্রকে পরাজিত করে। আজ নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ ও ধুমকেতু’র মধ্যকার বিজয়ী দল ‘ক’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্রের সঙ্গী হবে। অপরদিকে সন্ধানী ক্রীড়া চক্র জয়বিহীন শেষ করলো তাদের চলতি মৌসুমের অভিযান।
দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লালদীঘি স্পোর্টিং ক্লাব। তাদের কাছে ২৯-২০ পয়েন্টে পরাজিত হয়েছে লেকার্স। এই জয়ে এক ম্যাচে হাতে রেখে লিগের ‘খ’ গ্রুপ থেকে সেমিফাইনালে নিশ্চিত হয়েছে লালদীঘি ও এ্যাপেক্স বাস্কেটবল ক্লাব। আজ দল দুটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে।
দিনের অপর ম্যাচে জয় পেয়েছে জয় ফ্যালকন ক্লাব। শেষ ম্যাচে প্রথম জয়ের মুখ দেখল দলটি। ফ্যালকন ৪০-৩৯ পয়েন্টে চাঁদের হাটকে পরাজিত। দল দুটি একটি করে ম্যাচ জয় পেয়েছে।