নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগে টানা তৃতীয় জয় পেয়েছে রেলগেট যুব সংঘ। শুক্রবার বিকেলে শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা উড়িয়ে দিয়েছে ওয়েস্টার্ন ক্লাবকে। ২০-১ গোলের জয়ে গ্রুপ ‘বকুল’ এর সেরা হয়ে সবার আগে সুপার লিগ পর্ব নিশ্চিত করেছে শহরের রেলগেট এলাকার দলটি।
রেলগেট যুব সংঘের পক্ষে শুভ ৯টি, রাসেল ও ইসলাম ৪টি, বাবু ২টি এবং রিংকু একটি গোল করেন। ওয়েস্টার্ন হয়ে একমাত্র গোলটি করেন মামুন।
একই স্থানে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে আব্দুল হাই স্মৃতি সংঘ। তাদের কাছে ৬-৪ পরাজিত হয়েছে এনএস টাউন স্পোর্টিং ক্লাব। আব্দুল হাই স্মৃতি সংঘের পক্ষে নুরুজ্জামান ৪টি ও ইয়াছিন আরাফাত ২টি গোল করেন। এনএস টাউন স্পোর্টিং ক্লাবের পক্ষে তামিম ২টি, তাসিন ও হিমেল একটি করে গোল করেন।
একই মাঠে আজও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ ‘জবা’ এর ডায়মন্ড ক্লাব ও ফারুক স্মৃতি সংঘ। একঘন্টা পর অপর ম্যাচে ‘গোলাপ’ গ্রুপের সুপার সেভেন ষ্টারের প্রতিপক্ষ এলিট বাজার।
