নিজস্ব প্রতিবেদক
যশোর প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে চাঁচড়া রেলগেট যুব সংঘ। রানার্সআপ হয়েছে ডায়মন্ড ক্লাব। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অলিখিত ফাইনালে রূপ নেয়া লিগে শেষ ম্যাচে চাঁচড়া রেলগেট জয় পায় ২৩-৯ পয়েন্টে।
এদিকে লিগের শেষ ম্যাচে ডায়মন্ড ক্লাবের হয়ে খেলেছেন ছয়জন। মাঠের লড়াইয়ে সাত জন খেলোয়াড় খেলার নিয়ম রয়েছে। যদিও পরিস্থিতি বিবেচনা সর্বনিম্ন পাঁচজন নিয়ে খেলতে পারে কোন দল। ছয়জন খেলোয়াড় অংশ নিয়েছে এবং রির্জাভ বেঞ্চে কোন খেলোয়াড় কেন নেই জানতে চাইলে দলের কোচ অন্তর জানান, তাদের দলের বেশিরভাগ খেলোয়াড়রা ইনজুরিতে রয়েছেন।
তবে এদিন তারা পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা জমা দেন ম্যাচ পরিচালনায় দায়িত্বদের কাছে।
এর আগেও গ্রুপ পর্ব ও দ্বিতীয় পর্বের কোন ম্যাচেই ডায়মন্ড ক্লাব পূর্ণ খেলোয়াড় নিয়ে মাঠে নামেনি। কোন ম্যাচে তারা খেলেছে পাঁচ জনকে নিয়ে। আবার কোন ম্যাচে খেলেছে ছয় জন খেলোয়াড়কে নিয়ে। এমন একটি দল হয়েছে রানার আপ। যা নিয়ে কিছুটা হলেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এদিনের ম্যাচে চাঁচড়া রেলগেটের শুভ তিনটি, রাজু পাঁচটি, রাসেল নয়টি ও দলের অপর খেলোয়াড় শুভ ছয়টি গোল করেন। বিজিত ডায়মন্ডের রায়হান চারটি এছাড়া একটি করে গোল করেছেন রাকিব, মহিদুল ও দলের অপর খেলোয়াড় রাকিব।
লিগের শেষ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন চাঁচড়ার গোলকিপার হাদি। লিগ সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের রাসেল। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন যশোর ফ্রেন্ডস ক্লাবের জয়। তৃতীয় দল হিসেবে পুরস্কার পেয়েছে যশোর ফ্রেন্ডস ক্লাব।
খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে হ্যান্ডবল পরিষদের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় সাইফুল আলম জামিল। এসময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের সদস্য, ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।