নিজস্ব প্রতিবেদক :
অফ স্টাম্পের বাইরের লেন্থ থেকে বাউন্স করে বেরিয়ে যাওয়া বল যে কোন পেস বোলারের আদর্শ ডেলিভারি। রোববার যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দুই ডেলিভারি এমন করেন আরএন রোড বয়েজের ডানহাতি পেসার রেজোয়ান হোসেন। যশোর ক্রিকেট ক্লাবের ওপেনার রুশাদ হোসেন প্রথম বলে কোন রকমে ব্যাট নামাতে পারলেও দ্বিতীয় বলে তা পারেননি। উইকেট কিপারের ক্যাচ হয়ে ফিরতে হয় রুশাদকে। প্রথম দুই বলের মতো পুরো ইনিংস জুড়ে এমনই দুর্দান্ত বল করে প্রথম ম্যাচেই পাঁচ উইকেটের দেখা পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এই ছাত্র। রেজোয়ান পাঁচ উইকেট নিলেও হেরেছে তার দল। শামস্-উল-হুদা স্টেডিয়ামে নবাগত আরএন রোড বয়েজকে ৭৩ রানে হারিয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব। যশোর ক্রিকেট ক্লাবের ২২০ রানের জবাবে আরএন রোডের দলটি করতে পারে ১৪৭ রান।
প্রথম ম্যাচের আগে দীর্ঘ উদ্বোধনী অনুষ্ঠানের রীতি থেকে এ বছরও বের হতে পারেনি আয়োজক যশোর জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৩৪ মিনিট পরে বল মাঠে গড়ায়। তাতে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরএন রোড বয়েজের অধিনায়ক সপ্তক শাহারিয়ার। দ্বিতীয় বলের পর সপ্তম ওভারে যশোর ক্রিকেট ক্লাবের আর এক ওপেনার আহাদ গাজী (৯) বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে দলকে দারুন শুরু এনে দেন রেজাওয়ান। তবে এরপরই আল ফাহাদ একপ্রান্তে দাঁড়িয়ে যান। প্রথমে সুকান্ত বিশ^াস (১৬) নিয়ে প্রাথমিক প্রতিরোধ গড়েন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৫৩ রানের জুটি। পরে টিপু সুলতানের সাথে ৩৯ রানে জুটি নড়বড়ে শুরুর পরও দলকে দাঁড় করিয়ে দেন শক্ত ভিতের উপর। ব্যাটিং প্রমোশন নিয়ে পাঁচ নম্বরে নামা বাঁহাতি স্পিনার টিপু ১৮ বলে দুই চারে করেন ১৭ রান। ফাহাদ ইনিংসের দ্বিতীয় বলে ক্রিজে নেমে আউট হন ২৯ ওভারে। এর আগের লিগের প্রথম অর্ধশতক তুলে নেন ফাহাদ। ৮৯ বলের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছয়ের মার। ফাহাদের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দলীয় অধিনায়ক আমিনুর রহমান। ব্যাট হাতে আবারও নিজের কারিশমা দেখিয়েছেন ডানহাতি পেসার আমিনুর রহমান। ৪৬ বলে ৩টি চার ও ২ ছয়ে তুলে নেন অর্ধশতক। তবে অর্ধশতক করার পর আর বেশিদূর এগোতে পারেননি। তবে এর আগে সাবেক অধিনায়ক সাজিদ হাসান পলাশকে নিয়ে গড়েন ৬২ রানের জুটি। অপরদিকে পলাশ ৩১ বলে তিন চারে ২৮ রান করেন। এই দুজন আউট হওয়ার পর খুব বেশি স্থায়ী হয়নি যশোর ক্রিকেট ক্লাবের দলীয় ইনিংস। ৪০ ওভার ৪ বলে অলআউট হওয়ার আগে ২২০ রান স্কোর বোর্ডে জমা করে যশোর ক্রিকেট ক্লাবের ব্যাটাররা।
আরএন রোড বয়েজের রেজোয়ান ৮ ওভার ৪ বল করে ৩৭ রানে ৫ উইকেট নেন। এছাড়া তাহমিদ হাসান কাফি, নামিন সিদ্দীকি, আলিমুল ইসলাম ও সপ্তক শাহারিয়ার একটি করে উইকেট দখল করেন।
২২১ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে আরএন রোড বয়েজ। এক উইকেট হারিয়ে ১৬ ওভার ৫ বলে ৫৮ রান করে ফেলে তারা। তবে এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৩৯ ওভার ৪ বলে খেলে ১৪৭ রানে গুটিয়ে যায় তাদের দলীয় ইনিংস।
ব্যাট হাতে দলীয় অধিনায়ক সপ্তক শাহারিয়ার ৭৯ বলে ২টি চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন। এরপাশে তামিম আকতার ২৬ ও রেজোয়ান হোসেন ১৮ ও আরাফাত হোসেন ১৪ রান করেন।
যশোর ক্রিকেট ক্লাবের বহিরাগত কোটায় খেলায় খুলনা বিভাগীয় দলের বাঁহাতি স্পিনার রাজিবুল ২৮ রানে ৪টি উইকেট দখল করেন। আর এক বাঁহাতি স্পিনার সুমন হোসেন ২০ রানে ২টি, টিপু সুলতান, শুকান্ত বিশ্বাস ও আমিনুর রহমান ১টি করে উইকেট দখল করেন।
এর আগে সকালে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান বেলুন-ফেস্টুন উড়িয়ে লিগের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সম্পাদক আনোয়ার হোসেন মোস্তাক।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আক্তারুজ্জামানের পরিচালনা বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল ও কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও বর্তমান-সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : আরএন রোড বয়েজ। যশোর ক্রিকেট ক্লাব : ৪০.৪ ওভার ২২০/১০ (রুশাদ হোসেন ০, আহাদ গাজী ৯, আল ফাহাদ ৭৩, শুকান্ত বিশ্বাস ১৬, টিপু সুলতান ১৭, রাজিবুল আলম ৯, আমিনুর রহমান ৫০, সাজিদ হাসান পলাশ ২৮, ফয়সাল ইমামি গোল্ড ৪, নাহিদ ১*, সুমন ০; রেজোয়ান হোসেন ৫/৩৭, বিল্লাল হোসেন ০/৫৪, তাহমিদ হাসান কাফি ১/২৭, নামিন সিদ্দীকি ১/২১, সপ্তক শাহারিয়ার ১/৩৬, আলিমুল ইসলাম ১/৪২)।
আরএন রোড বয়েজ : ৩৯.৪ ওভার ১৪৭/১০ (নাইমুল হাসান রিজভী ৯, তামিম আকতার ২৬, সপ্তক শাহারিয়ার ৩৭, তাহমিদ হাসান কাফি ০, খালিদ হাসান ৬, নামিন সিদ্দিকী ২, রেজোয়ান ১৮, মাসুম বিল্লাহ ৮, আরাফাত হোসেন ১৪, বিল্লাল হোসেন ৯, আলিমুল হোসেন ৩*; আমিনুর ১/৯, নাহিদ ০/২৪, ফয়সাল ইমামি ১/১৬, শুকান্ত বিশ্বাস ১/২২, রাজিবুল ৪/২৮, টিপু সুলতান ১/২৭, সুমন ২/২০)।
ফলাফল : যশোর ক্রিকেট ক্লাব ৭৩ রানে জয়ী।