ক্রীড়া প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেলো ফাইভ স্টার ক্লাব। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৯ উইকেটে স্ক্যাই ল্যাবকে পরাজিত করে।
স্ক্যাই ল্যাব প্রথমে ব্যাট করে ২৬ ওভার ১ বলে অল আউট হওয়ার আগে মাত্র ৫৮ করতে পারে। জবাবে ব্যাট করতে নেমে ফাইভ স্টার ক্লাব ১৭ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে ৬০ রান করে জয় নিশ্চিত করে। এদিকে, ফাইভ স্টারের প্রথম জয় হলেও সমান সংখ্যক ম্যাচে স্ক্যাই ল্যাব জয়ের দেখা পায়নি।
ব্যাট হাতে স্ক্যাই ল্যাবের আল ইমরান সর্বোচ্চ ১৯ রান করেন। ইমরানের ৬১ বলের ইনিংসে ছিল ২টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন আয়াজ হোসেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের দেখা পায়নি।
ফাইভ স্টারের ডানহাতি পেসার ইয়াসিন ১৮ রানে ৪টি, মাহফুজুর রহমান ও রায়হান ৩টি করে উইকেট দখল করেন। মাহফুজ ১০ ওভার দেন ২৩ রান। তবে রায়হান ৫.১ ওভারে দেন মাত্র ৮ রান।
ব্যাট হাতে ফাইভ স্টারের মাহাদি হাসান ৪৪ বলে ৩ চার ও ১ ছয়ে অপরাজিত ২৭ ও তামিম আক্তার ২৫ রান করেন। স্ক্যাই ল্যাবের একমাত্র উইকেট নেন নিরঞ্জন।