ক্রীড়া প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজস্ব গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে জাগরণী সংসদ। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ২ উইকেটে পরাজিত করেছে ম্যাগপাই ক্লাবকে।
ম্যাগপাই প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অল আউট হওয়ার আগে ২০৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে ২১০ রান করে জয় নিশ্চিত করে।
ব্যাট হাতে ম্যাগপাই ক্লাবের শাহেদুজ্জামান সাদ ৫০ বলে ৪ চারে ৪৪, মিরাজ মামুন ৫৮ বলে ২ চার ও ১ছয়ে ৩৭, মিলন ২৯, নামিন সিদ্দিকী ২৭ রান করেন। এর পাশে অতিরিক্ত থেকে যোগ দলের খাতায় যোগ হয় ২৪ রান।
জাগরণী সংসদের বল হাতে দলীয় অধিনায়ক অমিত কুমার নয়ন ২২ রানে ৩টি, হাবিব ২টি, নাঈম, হাসানুর, সিফাত ইসলাম মঈন ও রমেশ কুমার রাজু একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৭৯ রানে ছয় উইকেট হারিয়ে জাগরণী সংসদ। তবে নয় নম্বরে ব্যাট করতে নেমে ডানহাতি পেসার হাসানুরের ঝড়ো অর্ধশতক করে। মূলত হাসানুরের ৬০ রানের উপর ভর করে জয় পায় জাগরণী সংসদ। হাসানুরের ৪৮ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়ের মার। এর পাশে মারুফ ৫০ বলে ৫ চারে ৩৫, তন্ময় বিশ^াস ২৭, সুমন হোসেন অপরাজিত ১৮ রান করেন।
ম্যাগপাই ক্লাবের মাহাবুব হোসেন সম্রাট ৩৪ রানে ৩টি, সুমন ২টি উইকেট দখল করেন।