নিজস্ব প্রতিবেদক: যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে আসাদ স্মৃতি সংঘ। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা ৮০ রানে স্কাইল্যাবকে হারিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসাদ স্মৃতি সংঘের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে আসাদ স্মৃতি সংঘ ৪৫ ওভারে অল আউট হওয়ার আগে স্বোর বোর্ডে ২০৬ রান জমা করে। পরে জবাব দিতে নেমে ২৫ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় স্কাইল্যাবের ইনিংস।
এ ম্যাচে অল রাউন্ড পারফরম্যান্স আব্দুল্লাহ আল মামুন রাজু। ৯৬ বলে ছয়টি চার ও পাঁচটি ওভার বাউন্ডারিতে ৯০ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৩৪ রানে নিয়েছেন তিনটি উইকেট। রাজু এই অলরাউন্ড পারফরম্যান্সে বৃথা গেছে স্কাইল্যাবের নিলয়ের পাঁচ উইকেট। নিলয় নয় ওভার বল করে ৩১ রানে নিয়েছেন পাঁচ উইকেট।
আসাদ স্মৃতি সংঘের ব্যাটিং ইনিংসে আব্দুল্লাহ আল মামুনের ৯০ রান ছাড়াও দ্বিপজ্যোতি ৩৪ বলে দু’টি চারে ২৬, শামীম ৩৪ বলে চারটি চারে ৩১ ও নাইমুর রহমান কৌশিক ৪০ বলে ২১ রান করেন। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ১৫ রান। বল হাতে নিলয় পাঁচটি, নির্জন ও তাজ নিয়েছেন দু’টি করে উইকেট।
স্কাইল্যাব ক্লাবের পক্ষে ব্যাটার আশিষ দাস ১৮ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৩৫, নিলয় ২৪ বলে একটি চারে ১৩, জয় ছয় বলে দু’টি চারে ১২, নির্জন ২৬ বলে একটি চার ও একটি ছয়ে অপরাজিত ১৮ ও তাজ ২২ বলে ১০ রান করেন। অতিরিক্ত হতে তাদের স্কোর বোর্ডে যোগ হয় ১৪ রান।
বল হাতে আব্দুল্লাহ আল মামুন রাজু তিনটি, এছাড়া দু’টি করে উইকেট নিয়েছেন নিলয় ও তানজির।