ঘোপ ক্রীড়া চক্র ও আব্বাস উদ্দিন হারুণ স্মৃতি জয়ী
নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রিমিয়ার ডিভিশন হ্যান্ডবল লিগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার। মুসলিম একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলাটি ড্র হয়। এছাড়া অপর দু’টি খেলায় জয় পেয়েছে ঘোপ ক্রীড়া চক্র ও আব্বাস উদ্দিন হারুণ স্মৃতি সংসদ।
দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সিস্টার ক্লাব ও পিকে ইউনাইটেড। এ খেলাটি শেষ হয় ৪-৪ গোল সমতায়। দ্বিতীয় খেলায় ঘোপ ক্রীড়া চক্র ৪৫-০ গোলে হারায় তপসীডাঙ্গাকে। তৃতীয় খেলায় আব্বাস উদ্দিন হারুন স্মৃতি সংসদ ৩১-৩ গোলে পরাজিত করে সূর্য তরুণ ক্লাবকে।